আমি জানি আমি খারাপ
সোশ্যাল মিডিয়ার মত।
তাতে কিছু এসে যায় না আমার।
আপনজন বলে যায় বারে বারে
তবু শোনেনা আমার মন।
হতে এমনটাও পারে ,
যারা বলে যায় তারা আপন নন।
মৃত্যু যে সহজ
তোমার চোখে আমি কেমন
সেটাই বেঁচে থাকার কারণ।
রোজ রোজ বলবো ভাবি
বলা হয় না আর।
স্বপ্ন দেখি রোজ সকালে
লাশ বিছানায় ।।
খুঁজতে গিয়ে তদন্তে দেখি
লেখা মোটা অক্ষরে ।
নিচে সিলমোহর ; চেনা স্বাক্ষরে ।।
Tags:
bengali poem