থাক না বাকি কিছু কথা
থাক না বাকি পরিচয়
এই ছেড়ে যাবার শহরে
ফিরে আসার হোক পরাজয়।
রাতের আঁধারে চুপি চুপি এসে
বলে একটু দাঁড়া
তার বিরহে নিশি আমায়
দিচ্ছে যেন তাড়া ।
রাত্রি নামে , আঁধার নামে
নিদ্রা আসে না
তোর মতন করে কেউ
কথা রাখে না।
আসছি যদি বলে যাস
তোর আশাতেই থাকবো।
তোর ফেরার গল্প ভেবে
কল্পনাতে বাঁচবো।
জানি আজ তোর ফেরার
নেই কোনো কারণ।
তোকে দেখার ইচ্ছা হলেও,
ডাকা বারণ।
- gourabsdiary ☘️
Tags:
bengali poem