১) মানুষ বাঁচে নিশ্বাসে,
আর ভালোবাসা বিশ্বাসে।
২) বুঝলে প্রিয়,
বিনা শর্তে যে মানুষটা তোমায় ভালোবাসে, তাকে কখনো হারিয়ে দিও না।
৩) কৃষ্ণ জানে, ☘️
তোমার মনে ওঠা প্রশ্ন
ও তার উত্তর 💙
৪) চালাকি করলে জীবন ক্ষণস্থায়ী
৫) গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরলে ডিপ্রেসন কমে যায় 😜
৬) সখা রে
পাশে থাকিস
তোকে ছাড়া এতদূর যাওয়া সম্ভব নয় রে
৭) যদি কেউ তোমাকে সত্যি ভালবাসে, তাহলে তোমার অপছন্দের জিনিসগুলো করা সে ছেড়ে দেবে।
৮) দুটো মানুষ যদি যেকোনো পরিস্থিতিতে একসাথে থাকার প্রতিশ্রুতি নেয় তাহলে কেউ তাদের আলাদা করতে পারবে না।
৯) ভালো যখন বেসে ফেলেছি, তখন শত কিছুর বিনিময়ে হলেও তোকে আপন করবো।
তুই শুধু পাশে থাকিস ❤️