নববর্ষের বর্ষাধারা 🥀

ধীরে ধীরে ফিরছি ছন্দে
হৃদয় দিল আভাস
নতুন বছর আসার আনন্দে
মুখোমুখির পূর্বাভাস 🙂

নতুন বছর নতুন আশা
ছড়াক শুধু ভালোবাসা
কাটিয়ে সব মান অভিমান
ধেয়ে আসুক ভালোবাসার গান।

শেষ হোক দুঃখ সারি
অপেক্ষারা পাক পরিণত
নববর্ষের বর্ষাধারায়!
ধুয়ে যাক জমানো ক্ষত।

©️ gourabsdiary
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post