সাথে থাকলে কি ভয় 💖 ( পার্ট -১ )


- তুই কি কিছু বলবি ?
- না মানে! আসলে ., কিছুনা😒 .,
- না তোকে আজ বলতেই হবে, রোজ রোজ ডাকিস কিছু বলার জন্য কিন্তু বলিস না।
- (মনে মনে) কিভাবে বলি বল যদি তোকে হারিয়ে ফেলি
- আমি কিন্তু এবার রেগে যাচ্ছি 😑
- একটা দৌড় মেরে ছুটে চলে গেল উজ্জ্বল
- এই ছেলেটা জীবনে মানুষ হবেনা, গাধা তো গাধাই রয়ে যাবে, আমাকেই কিছু একটা করতে হবে।

ও আমার পরিচয় তাই দেওয়া হলো না! আমি তুলি, আমি আর উজ্জ্বল দুজন দুজনকে এক বছর হলো চিনি, আর উজ্জ্বল কয়েক দিন ধরে কেমন একটা behaviour করছে ! কিন্তু কেন? ব্যাপারটা জানতে হবে আমায় ; কি করি যাতে ও আমায় সব বলে দেই 🤔
- আইডিয়া, উজ্জ্বলের জন্য একটা প্রেমিকা খুঁজে দিই তাহলেই ছেলেটা ঠিক হয়ে যাবে, শুধরে যাবে ।

(পরের দিন)
- এই উজ্জ্বল শোন..!!
- হুঁ বল
- কি হয়েছে রে তোর , এত খিটখিটে হয়ে যাচ্ছিস কেন?
- কই না তো কিছুই হয়নি
- জানিস কাল একটা স্বপ্ন দেখেছি ))
- ও তাই! কি?
- আমি দেখলাম তোর বিয়ে , আচ্ছা তোর বিয়েতে আমি কিন্তু যাবো, অনেক মজা করবো, ঘুরবো সবার সাথে আলাপ করবো কেমন
- ওহ আচ্ছা
- কি ভাবছিস মেয়ে আছে না দেখে দেবো 😜
- (কিছুক্ষন চুপ থেকে) চুপ কর এসব ভালো লাগছেনা 
- যাহ বাবা তোর ভালো লাগে টা কি ? সব সময় এরম মদন হয়ে থাকিস কেন?
- আজ আসি, পরে কথা হবে 
   বলেই হন হন করে হেঁটে চলে গেল উজ্জ্বল শরীরে এক প্রকার ক্লান্তির ছাপ, চোখে যেন করুণার ছাপ
- কি হলো কিছুই বুঝতে পারলাম না আমি
.
.
Will Continue... ✨
( Wait for part - 2 )

- কলমে: গৌরব
Gourabsdiary 🍀
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post