তোমাকে আমি প্রচন্ড রকমের মিস করেছি, ঠিক অন্ধকারে মানুষ যেমন একটু আলোর জন্য অপেক্ষা করে ঠিক তেমনি অপেক্ষা করেছি। তোমার জন্য, তৃষ্ণার্ত পথিক যেমন একটু জলের আশায় হাহাকার করে আমি ঠিক তেমন ভাবেই তোমার জন্য হাহাকার করেছি, বধির যেমন একটু শব্দ শোনার জন্য বিলাপ করে আমি ঠিক তোমাকে শোনার জন্য হৃদয় ভাঙ্গা বিলাপ করেছি, আমি সত্যিই তোমাকে মিস করেছি! ... ❤️🩹🍀
Tags:
Love Status