তোমাকে খুঁজে পাই:
দূরে ওই সেই দূরে
আকাশ যেখানে ধরা দিয়েছে ধরিত্রীর নীড়ে
বৃষ্টি পায়ে পায়ে প্রেমের বর্ষা ঝরে পড়ে
জলে ভেজা মাটিতে দাঁড়িয়ে আকাশ কে যেই ছুঁতে যাই
মেঘের আড়ালে লুকিয়ে থাকা প্রিয়তমা কে খুঁজে পাই।
নীল দিগন্ত, নদীর ঢেউ, জলের শীতলতা
বৃষ্টির দুপুরে ছাতা হাতে আমার বাড়ছে ব্যাকুলতা
তোমার ভাবনা যেন কেড়ে নেই আমার মন
তোমার আসার অপেক্ষায় শুধুই করে আনাগণ
বৃষ্টি শেষে ঝড়ের পূর্বাভাস
মুখোমুখি আমি তুমি আর একলা আকাশ
ভেজা পায়ে হেঁটে হেঁটে এক দূরত্ব অতিক্রম
ভালোবাসার অন্তরে হলো কিছু ভ্রম।
রঙ বেরঙের রামধনু উঠেছে আকাশে
মৃদুমন্দ হাওয়া বইছে যেন বাতাসে
গভীর নিদ্রাতে যেই আচ্ছন্ন হতে যাই
স্বপ্নের মায়াজালে লুকিয়ে থাকা প্রিয়তমা কে খুঁজে পাই।
- gourabsdiary
Tags:
bengali poem