শেষের কবিতা


আমি জানি চলে যাবার কারণ
শ্যাম বর্ণ, ব্রণ মাখা মুখ ;
সাথে পরিবারের বাধা, 
আর দুরত্ব তার বারণ।।

মধ্যবিত্ত বাড়ি, জমানো অল্প কিছু টাকা
বেসরকারি চাকরি, আর একটু বোকা ;
তাই তো ভাগ্যের হয় মরণ ।
আমি জানি তার চলে যাবার কারণ ।।

চাঁদের আলো প্রেম জাগায় না,
বাতাস ছাড়া ওরেনা ঘুড়ি ।
সূর্যের মতোই ছিলাম তাই
নিজের আগুনেই পুড়ি ।।

এড়িয়ে গেলে স্বভাব দোষে
আর ভাগ্যের দিলে দোষ ।
তোমার থাকা সত্ত্বেও,
গুরুত্বরা করলো আপোষ ।।

এভাবেই কেটে যাবে বছর,
ঘটবে যুগের সমাপ্তি ।
তবে অনুভূতিরা মরে না
তাই ঘটে পূনরাবৃত্তি ।।

নতুনভাবে আসবো আবার
ভাববে তুমি পর ।
চেহারায় থাকবে না কোনো দাগ
শুধু মিলবে গলার স্বর ।। 😊

- gourabsdiary ©️

GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post