রাজি 🤭❣️

- হাঁটতে হাঁটতে হটাত পা পিছলে পড়ে যায় দেব।
- আরে দেব , কি হলো পড়ে গেলি কেন দৌড়ে এলো উজ্জ্বল
- আসতে না আসতেই দেব বলে উঠলো মি মি মিস্কৃতি
- ও হ্যাঁ তোমরা তো জানলে না, আসলে দেব আর মিষ্কৃতি একই কলেজে পড়তো দেব ছিল 3rd year এ আর
মিষ্কৃতি 1st year। কোথাও না কোথাও ওরা দুজন দুজনকে ভালোবাসতো কিন্তু কখনো বলে ওঠা হয়নি।
ইউনিভার্সিটি শেষ হয়ে গেল দেবের তবু যেন অনেক কথা না বলায় রয়ে গেল, মনে তো হয়েছিল কাহিনী টা এখানেই শেষ তবে ওই যে মনে ভালোবাসা আর ইচ্ছে শক্তি থাকলে ভগবান তাকেই আমাদের ভাগ্যে লিখে দেই যাকে পাওয়া টা কল্পনার বাইরে ছিল।
তাই রাস্তার মাঝে হটাত মিষ্কৃতি কে দেখতে পেয়ে দেব ডাকতে শুরু করলো কিন্তু কে শোনে ! কানে হেডফোন লাগিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো স্বভাব ছিল ওর তাই 3 কিলোমিটার ওর পিছন পিছন দৌড়ে অবশেষে যেই দেখতে পেল মিষ্কৃতি বলে উঠলো - আরে দেব তুমি এখানে?
- সাবাস (ব্যঙ্গ করে) এত তাড়াতাড়ি আমায় দেখে ফেললি কীকরে ?
- বুঝেছি অনেক আগেই ডেকেছ বোধ হয়, কানে হেডফোন ছিল গো বুঝতে পারিনি
- hmm hmm বুঝেছি
- তারপর বলো আমায় এত ডাকাডাকি কেন উম
- কেন ডাকতে পারি না নাকি
- না কলেজ শেষ করে চলে গেলে তখন তো ডাকলে না একবারও
- তখন ভয় পেয়েছিলাম রে 
- কিসের ভয়
- সে তুই বুঝবিনা ছার পাগলি
- umm হয়েছে অনেক
- এবার বল তো যেটা বলতে চাস
- বলবো ? ভেবে বলছিস তো?
- hmm বল
- বললে চলে যাবিনা তো?
- থাকার মতো হলে অবশ্যই থাকবো ?
- সারাজীবন থাকবি ? 
- মানে?
- মানে যদি বলি সারাজীবন থাকবি আমার সাথে তুই কি রাজি হবি? 
- আমার না বলে দেওয়া উচিত কারণ কলেজে তুমি আমায় পাত্তাই দিতে না যায় হোক।
- বল না তুই রাজি তো? 😒
- তুমি বাড়িতে মানিয়ে নিতে পারলে আমি রাজি 🤭

লেখা - গৌরব মাল ( Gourab Mal )
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post