কতো দূর রে..? -এই দেখ আর একটুখানি বাকি... আর দুই কি একঘন্টার মধ্যেই পৌঁছে যাব।
-কি যে আনন্দ হচ্ছে না কি বলবো..!
-হুমম হুমম, পাগলি একটা।
ওহ্ আচ্ছা আপনাদের তো বলাই হয়নি, সব্যসাচী আর তুলির আলাপ হয় একটা ফেসবুক পেজ থেকে... তারপর ধিরে ধিরে বন্ধুত্ব হয় তারপর দুজন দুজনকে ভালোবেসে ফেলে। বহুবছর পর তারা একে অপরের সাথে দেখা করবে বলে ঠিক করে তাই এতো খুশি ওরা দুজনে.. কিন্তু সেদিন আকাশটা ছিল কালো মেঘে ঢাকা, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ওদিকে সেই সকাল থেকে সভ্যবাবু অপেক্ষা করছে... পুচকির জন্য। বেলা গড়িয়ে যায় তবু বৃষ্টি যেন থামেনা। এদিকে পুচকিও সেজেগুজে বসে আছে... সেও বৃষ্টি থামার অপেক্ষায় আছে।
-ওই, তুই কোথায়?
-আমি ঘরে।এতো বৃষ্টিতে আমি যাব কি করে? তুই পৌঁছে গিয়েছিস?
-আরে হনুমান আমি কোন সকালে এসে বসে আছি তোর তো পাত্তাই নেই দেখছি.....
-এতো বৃষ্টি হচ্ছে বলে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না তো, কি করবো এখন ? আচ্ছা বস আমি যেভাবেই হোক বেড়োচ্ছি।
-ওই! -কি হলো মন খারাপ হচ্ছে?
-দাঁড়া আমি আসছি।
তুলি ফোনটা রেখে,ভাবছে সে কিভাবে যাবে সভ্যর কাছে..! তাদের দেখা করার উত্তেজনাটা ধিরে ধিরে ক্ষিন হয়ে আসে..বৃষ্টি খুব ভালোবাসে তুলি কিন্তু সেদিন বৃষ্টি তার কাছে খুব বেদনাদায়ক ছিল। এই নানা কথা ভাবতে ভাবতে দেখে বৃষ্টিটা একটু থেমেছে যে তখনই বেড়িয়ে পরে তার সভ্যবাবুর কাছে যাওয়ার উদ্দেশ্য। সে গাড়ির জন্য আপেক্ষা করে...কিন্তু গাড়িও পাচ্ছেনা। অনেক অপেক্ষার পর সে একটা গাড়ি পায়,
তুলির সে কি আনন্দ তুলি গাড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে ড্রাইভার কাকুকে টাকা দিয়েই.,
সভ্যর দিকে তাকিয়ে হাতের ইশারা করে ডাকলো..... -উফ: তোর সবে আসার সময় হলো...তুই জানিস আমি কখন থেকে অপেক্ষা করছি আমি...
তুলি চোখটা পেঁচিয়ে তাকালো আর সজোরে একটা ঘুষি মারলো...
- উ... মারলি কেন?
-মারবোনা তো কি করবো উমম.. তুই জানিসনা আমি কেন আসতে পারছিলাম না?
-আরে বাপু ঠিক আছে, ঠিক আছে... - আমি আগে আগে হাঁটছি তুই পিছনে পিছনে আয়...
-কেন? কেন? কেন? কেন?
- উমম....
-না না ঠিক আছে তুই এগো না... আমি পিছনে পিছনে যাচ্ছি এই তো
যাচ্ছি... চল চল! উফফ: এই মেয়েটাকে ভগবান রাগটাই বেশি দিয়ে ফেলেছে!
- কিছু বললি ?
- কই না তো
এবার হাতটা একটু ধরবো? এখানে তো কেউ নেই...
পাগল একটা...এই হাতটা তো ধরেছি ছাড়ব বলে নয়তো রে পাগল,
চল আবার হাঁটা যাক
--এই পথ যদি না শেষ হয় ........
- DP🥀
Tags:
love story