তোর জন্য 🥀⏬
.
সঠিক হয়ে আমি শুধু,
তোর কাছেই হারতে রাজি ।
তোর হয়ে সমাজ পাশায়
রাখবো আমি নিজেকে বাজি ।।
তুই আছিস বলেই আমি শব্দ খুঁজে পাই
বিশাল সাগরে ঘুর্নিবাত ওঠে তাই ।
গানের বদলে চলে, ঝড়ের পূর্বাভাস
তুই আছিস বলেই চলে জগতের শ্বাস ।।
পাখিরা ডানা মেলে আকাশে,
ঘুড়ি ওরে দক্ষিণা বাতাসে ।।
তুই আছিস বলেই দেখি তারার মেলা
কখনো সপ্তর্ষি, আবার কখনো ধ্রুবর খেলা।
তুই গুছিয়ে দিবি বলেই,
অগোছালো হয়ে থাকি ।
তোর পুরনো পছন্দ বলেই
সাদাকালো হয়ে মারি ফাঁকি ।।
Blog URL: https://gourabsdiary.blogspot.com/2023/07/blog-post_19.html?m=1