বাবা তুমি সূর্যের মত,
রাগী কিন্তু তুমি না থাকলে চারদিক অন্ধকার হয়ে যায়।
কখনো তুমি শীতল সমুদ্রের মত, তোমার কিনারা খুঁজে পাবার সাধ্য নেই আমার।
রাগের বসে কখনো কখনো তোমার উপর জোর গলায় কথা বলে ফেলি, তাবলে এই নয় যে তোমায় খারাপ ভাবি বা তোমায় সম্মান করি না, লোক সমাজের মাঝে বুক টা গর্বে ফুলে ওঠে যখন কেউ তোমার নাম করে আমায় ডাকে।
তোমায় কিছু খারাপ কথা বলে ফেলি তার মনে এটা নয় যে আড়ালে তোমার নামে বাজে সমালোচনা করি।
আসলে তুমি তো বাবা, আমি তো তোমার মতই হতে চাই সৎ, স্পষ্টবাদী, ভালোবাসার মানুষ। কিন্তু মাঝে মাঝে কি হয়ে যায় নিজেও জানি না, আসলে মানুষ তো ভুল তো হয়েই যায় সেই।
তোমার প্রতি ভালোবাসা সারাজীবন নিরবেই রয়ে যাবে, কেউ জানতে পারবে না কোনোদিন। রাতের অন্ধকারে কান্নায় ভেজা বালিশ টাই শুধু জানবে তোমায় খারাপ কথা বলার পর কতটা কেঁদেছি 🙂💙
তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার হয়নি, যদি কোনোদিন হয় তবে পা গুলো জড়িয়ে ধরে চোখের জলে ধুইয়ে দেব আর বলে দেব ভালোবাসি 🙂💖
Tags:
short story