চাঁদের মতো মুখটি তার
জোছনা সম হাসি 🌝
তারে আমি ঘুমের মাঝেও
বড্ড ভালোবাসি। 💖
কৃষ্ণ চূড়ার মত লাল
তার ওই দুটি গাল ☺️
হাসলে পারেই খুশির জোয়ারে
মন মাঝি তোলে পাল। ⛵
হটাৎ আকাশে চারিদিক থেকে
আসলো কালো মেঘ, ☁️
সবকিছু তছনছ করে দিল'
ভেঙে দিল তার আবেগ।
লোক দেখানো খুশিতে সে,
রাত আঁধারে কাঁদে । 😓
তাকে দেখে মেঘেদের কে
আদেশ দিল রাধে ।। 🕉️
থামলো বৃষ্টি শান্ত হলো হৃদয়!
অপেক্ষার ফলস্বরূপ পেল সে জয়। ✌️
তবে বজ্রপাতে মৃত্যু তার প্রিয় মানুষটার ⚡
মেঘ কেটে যায়, গোধূলি যেন প্রমাণ দেই সুন্দরতার।। 😍
এখন সে ফড়িং এর মত
করছে কেমন প্রলাপ। 🦋
সে জানেনা যে, তার জন্যই রামধনু উঠেছে,
আর পড়ে আছে একগুচ্ছ কাঠগোলাপ। ❣️🪻🏵️
লেখা - গৌরব মাল ( Gourab Mal )
- gourabsdiary 🍀