Bangla Status 2022:-
১) জীবনটা অনেকটা ঘুড়ির মত হয়ে গেছে
উড়ছি ঠিকই কিন্তু জানিনা কতক্ষণ
কখন তার দড়ি কেটে যাবে কেউ জানেনা ।
২) হাসি ও একটা আর্ট
যদি তোমার কাছে থাকে তাহলে তুমিও ওই সূর্যের আলোর মত যার কোনো ভয় নেই অন্ধকারের প্রতি।
তাহলে রাধাকে ধরো।
আর যে দুঃখ চিনতে পারে সে প্রিয় মানুষ।
৫) ভোরের আলো শুধু রাতের অন্ধকার দূর করে না। অনেক সময় চোখের কোণে জমে থাকা কালসিটে দাগ দুর করে দেই ৷
বাকি অনুভূতিরা সব ব্যর্থ।
তেমন অন্ধকার আমাদের নিদ্রা মগ্ন করে। সেটা জীবনের হোক বা রাতের 🙂💙
ব্লকলিস্টে থাকলে, মেসেজ না করলে
ভালোবাসা কখনো কমে যায় না।
এমনি টিক টিক করে না
ও বলে,
ঠিক আমিই ঠিক,
কেবল আমিই জানি তোর জন্য কি ঠিক
🙂💙
১০) উত্তপ্ত শরীর ,উত্তপ্ত থার্মোমিটার
মাঝখানে এক শীতল হাত
হটাৎ গভীর নিদ্রায় থেকেও আত্মা যেন ডেকে উঠল
মা💝☘️