Bangla Status 2022 (Album অনুভূতি Part ১)

Bangla Status 2022:-


১) জীবনটা অনেকটা ঘুড়ির মত হয়ে গেছে 
উড়ছি ঠিকই কিন্তু জানিনা কতক্ষণ
কখন তার দড়ি কেটে যাবে কেউ জানেনা ।


২) হাসি ও একটা আর্ট
যদি তোমার কাছে থাকে তাহলে তুমিও ওই সূর্যের আলোর মত যার কোনো ভয় নেই অন্ধকারের প্রতি।


৩) যদি কৃষ্ণকে পেতে চাও
তাহলে রাধাকে ধরো।


৪) যে সুখ চিনতে পারে সে মানুষ
আর যে দুঃখ চিনতে পারে সে প্রিয় মানুষ।

৫) ভোরের আলো শুধু রাতের অন্ধকার দূর করে না। অনেক সময় চোখের কোণে জমে থাকা কালসিটে দাগ দুর করে দেই ৷


৬) জ্ঞান আর সময় ছাড়া ভালবাসার মূল্য কেউ বোঝে না।
বাকি অনুভূতিরা সব ব্যর্থ।


৭) ভোরের পাখি যেমন নিদ্রা থেকে তোলার কাজ করে
তেমন অন্ধকার আমাদের নিদ্রা মগ্ন করে। সেটা জীবনের হোক বা রাতের 🙂💙


৮) তাকে বলে দিও
ব্লকলিস্টে থাকলে, মেসেজ না করলে
ভালোবাসা কখনো কমে যায় না।


৯) ঘড়ির সেকেন্ডের কাঁটাটা 
এমনি টিক টিক করে না 
ও বলে, 
ঠিক আমিই ঠিক, 
কেবল আমিই জানি তোর জন্য কি ঠিক
🙂💙

১০) উত্তপ্ত শরীর ,উত্তপ্ত থার্মোমিটার 
মাঝখানে এক শীতল হাত 
হটাৎ গভীর নিদ্রায় থেকেও আত্মা যেন ডেকে উঠল 
মা💝☘️





GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post