হয়ত আর ধরবোনা জেদ
করবো না আর বায়না
সেদিন তুই বলবি জানি
অন্য কিছু চাইনা।
তারা হয়ে আসবো আবার
তোরই আকাশে
করতে তোর ইচ্ছেপূরণ
পড়বো আমি খসে ।
একদিন তুই বুঝবি জানি
বৃষ্টি শুধুই হয়না
আসলে তোর বিরহে , চোখের
জল লুকোনো যায়না।
হয়তো আবার বাসবি ভালো
নতুন নিয়ে খোঁজ
দেখবি তখন স্মৃতির মাঝে
মুহূর্তরা নিখোঁজ।
হয়তো তোর যোগাযোগের
হচ্ছে নতুন আইন
হাজার ট্রেনের মাঝে তাই
বিলুপ্ত ট্রামলাইন 🙂
- gourabsdiary 🇮🇳
Tags:
bengali poem