১১) অতীত সাক্ষী,
অসম্ভব কিছুকেই আমি ভালবাসি 🙂💙
১২) আমার না বলা কথাগুলো,
তার শহরে নিখোঁজ 🙂💙
১৩) তুমি আবেগে নও
অভ্যাসে রয়েছো 🙂💝
১৪) একরাশ গল্প জমা,
তবু সে কথা বলে না । 🙂
১৫) শুরুটা যার কষ্টকর
তার শেষটা মধুর। ❤️💝
১৬) যে প্রেম যত বেশি মজবুত
তার পাগলামি তত বেশি। 💝
১৭) কাউকে কোনো কথা বলার আগে ভাবতে হয়,
সে সেটা শোনার যোগ্য কিনা।
১৮) আমার ভবিষ্যত্ নিশ্চিত না হলেও
মৃত্যু কিন্তু নিশ্চিত।
১৯) একটা মানুষকে শেষ করে দেওয়ার জন্য
টেনশন - ই যথেষ্ট। 🙂
২০) সময়ের কাছে এত সময় নেই যে
দ্বিতীয়বার সময় দেবে।
২১) আমি তার কষ্টের কারণ হতে চাইছি না,
তবু সে আমার কারণেই কষ্ট পাচ্ছে।
২২) সখা রে,
পরীক্ষা নিচ্ছিস নে, কিন্তু তোর ওপর বিশ্বাস অনেক !
তুই আমায় হারতে দিবি না।
তাই আমি হারবোনা।