দেখা হবে 🙃

দেখা হবে,
আমাদের আবার দেখা হবে, 
এই স্বপ্নের মেলায় 
হয়ত হারিয়ে যেতে পারি, 
অসীম ভিড়ের ঠেলায়

তবে হারাবেনা ইচ্ছেরা,
কারণ .,
ইচ্ছেগুলো পথগামী 
শোনেনা বারণ ।

শুধু যেতে চাই ঘর
তাই আজ পাইনা দেখা
আপন কিবা পর ।

ভেজালের দুনিয়ায় 
চেনা তারে ভার
কাজ ফুরোলেই 
তুমি কে বা কার?

তবু সে ধরে বায়না
জানবে সত্য কি ?
মিথ্যা যে একটুও সয়না

মায়ার বাঁধন ধরে যেই দাউ টান
সেই বলে সত্য বলে হয়না কিছু
শুধুই সব ভান।

... অসমাপ্ত 🙂
- gourabsdiary

GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post