হয়তো তুমি তোমার মতই
তাইতো তোমায় চাই, ❤️
তোমার জন্য এ কবিতায়
শব্দ খুঁজে পাই 🤭
হয়তো তুমি বদ মেজাজী
পারোনা হতে শান্ত,
তবু এ মন তোমায় খুঁজে
দিক থেকে দিগন্ত। 😊
হয়তো তুমি পারোনা কিছুই
রাখতে চেপে কথা,
তবু তোমায় বলবো সবই
যাবেনাকো বৃথা। 🤗
হয়তো তুমি রূপকথাতে
আঁকছ আলাপন, 🎨
সূর্য আসে যায় তবু
কাটে না যে ক্ষন। 🖤
হয়তো শেষে হারিয়ে যাবে
নয়তো আমায় ভুলে,
একবার দিও বলে তবু
যাচ্ছি আমি চলে। 🙃
হয়তো শেষে পরিণাম স্বরূপ
হলাম আমি নিখোঁজ 🙂
ডায়েরি চাপা ভেজা খামে
পাবে সেই শব্দের খোঁজ 😌
হয়তো তুমি আসবে আবার
দেখবে ফিরে ফিরে,
হাসি মুখে উঁকি দেবো
ওপার থেকে এপারে ।😌
- gourabsdiary ©️
Tags:
bengali poem