নিস্তব্ধ নিরবতা:
ছিল ব্যাস্ত শহর, আবেগে হাহাকার
নানান কথার ভিড়ে
বসতো নিরবতার বাহার।
হাজার নালিশের মাঝে
হল তার আগমন
বোঝালো এত ভেবে কি লাভ?
সারাক্ষণ।।
কাঠ গোলাপের মত
সুন্দর তার মন
কেউ জানেনা শহর জুড়ে
কে তার আপনজন
হাজার লোকের ভিড়ে ভিড়ে
খুঁজে পেলাম তাকে
দেখলাম সে দুঃখী হয়েও
সুখী সবার চোখে
জড়িয়ে গেলাম বড্ড মায়ায়
তারই হাতের জাদু ছোঁয়ায়।
হারিয়ে গিয়ে শহর জুড়ে
পেলাম নতুন আশ্রয়।
তবে আজ শেষ সব পরিচয়
ব্যাস্ত শহরে কথার ভিড়ে
আজ ফের নিরবতার পরাজয় ।
- gourabsdiary 🙂