অনুভূতি গুলো প্রেম নয় 🌸🍂

ভাবতে অবাক লাগে, আসলে সতিই অবাক লাগে যে ঘণ্টার পর ঘন্টা ফোনে কথা বলা প্রেম নয়, 
কে আগে ফোন কাটবে সেটা নিয়ে ঝগড়া করা প্রেম নয়, কখনো ভোরে বাড়ি যাওয়ার জন্য ঘুম থেকে তুলে দেওয়া প্রেম নয়। 
অন্য কেউ রুমে চলে এলে ফোনটা লুকিয়ে দেওয়া প্রেম নয়, 
আসলে মুখে বলা হলেই প্রেম; অনুভূতি গুলো প্রেম নয়।🙂
হম ঠিকই শুনেছেন; 
এটা কলিযুগ, এখানে প্রেম দেখাতে হয়! 
অনুভূতির কোনো স্থান ই নেই। এখানে মানুষ সব জেনেও না জানার ভান করে।

এসব নিয়ে ভাবতে না ভাবতেই হটাৎ বাস চলে এলো ! বাসে উঠলাম ; হটাৎ পিছন থেকে একটা হালকা ডাক এলো, গলাটা চেনা চেনা।

- আরে নিরব !...🍂

- হটাৎ পিছনের দিকে তাকিয়ে যেন থমকে গেলাম। 🌊

- মিস্কৃতি ❣️তুই এখানে?

- হুম এই একটু ঘুরছি, আর তুই কেমন আছিস?

-(মনে মনে -যেভাবে রেখে গিয়েছিলি) ওই চলে যাচ্ছে

- কেন রে topper বলে কথা এভাবে কেন বলিস(মৃদু হেসে)

- হম সেই; topper দের তো ফিলিংস থাকে না; sorry রে আমি ভুলে গিয়েছিলাম 🙂

- চিল কর আর পুরনো কথা মনে রেখে কি হবে জীবনে আগে যা।

- সে তো যেতেই হবে , তবে শুধু একা না আমি আমার কাছের মানুষগুলো কে নিয়েই এগোবো তাতে যায় হয়ে যাক না কেন যতোই সময় লাগুক না কেন

- এভাবে হয় না রে , জীবনে কিছু বলিদান দিতেই হয়।

- হম জানি তো , আর সময় এলে অবশ্যই দেব; তবে কাউকে ঠকাবো না।

- All The Best
- Thank You 🙂

- আমার স্টপেজ এসে গেছে নামতে হবে। 

- বাস থেকে নামতে যাবে তখনই হটাৎ করে নিরব বলে উঠল

- শোন একটা কথা বলি, জীবনে প্রথম হবার জন্য কখনো কাউকে ঠকাস না রে, কারণ প্রকৃতি কাউকে ছাড় দেয় না, লিখে রাখে পাপগুলো ❤️‍🩹

- হটাৎ এক বিস্ময় ভাব করে মিষ্কৃতি আমার দিকে তাকিয়ে রইল।

বাস টা ছেড়ে দিল আর আমিও চলতে শুরু করলাম আমার গন্তব্যের দিকে🙂
মনকে বোঝালাম হয়ত কোনোদিন আবার দেখা হবে,সেদিন সব জিনিস গুলোই দেখতে পাবে, শুধু কষ্টগুলো আর পাবেনা
🖤🥀
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post