রাধাকৃষ্ণের যুগল নিয়ে
গৌরাঙ্গের বেশে
মর্ত্যে আসিল শেখাতে
দাপরের শেষে।
তিন যুগে অস্ত্র ধরে
করেছি আমি জয়
এবার প্রেম দিয়ে করব মুক্ত
দেব সবাইকে আশ্রয়।
সত্য যুগে সত্য তুমি
তেতা তে রাম রাম।
দাপরে পবিত্র গীতা
কলিতে হরিনাম।🍃
কলিকালে যদি চাও
দর্শন হরির,🌷
হরে কৃষ্ণ মহামন্ত্রে
পূজা কর মুরারীর। 🍁🍀
যদি চাও আমার কৃষ্ণ
আবার যদি চাও রাধা
কর সেবা গৌরহরির
কারণ সেই তো আধা আধা।।🌷
Tags:
Krishna Prem