শিক্ষা।
শিক্ষা মানে এটা নয় যে
দু চার পাতায় সীমাবদ্ধ হয়ে থাকা,
শিক্ষা মানে নিজে ভালো থাকা ও
অন্যকে ভালো রাখা ❤️
শিক্ষা মানে এটা নয় যে
ওর মতন হবি
শিক্ষা মানে মানুষ বা অমানুষ
সবার ভালো করবি।🍃
শিক্ষা মানে এটা নয় যে
জিত বা হার।
শিক্ষা মানে কি দেবে তুমি
সমাজকে উপহার 🙂
শিক্ষা মানে এটা নয় যে
মন বসেনা , একটু ঘুরে আসি,
শিক্ষা মানে কিভাবে রাখবে তুমি
মায়ের মুখের হাসি।🍂
📢 gourabsdiary