তোমার আসার শব্দ খানি,
শুনতে পেয়ে মেঘ
হটাৎ করেই মুষলধারে
ঝরিয়ে দিল আবেগ।।
মেঘের গায়ে মেঘ লেগেছে
সূর্যি মামা বন্দী,
তোমার আমার মিলনের মাঝে
বৃষ্টি আঁটে ফন্দি।।
পুরো শহর ভেজায় বৃষ্টি
শুধু আমায় ছাড়া
সে জানে আমার মন ভিজছে
কারণ পাইনা তোমার সাড়া।
বহু সাধনার পড়ে এবার,
বৃষ্টি হল শান্ত।
তবে তুমি আসবে কেমনে,
তাই ভেবে হচ্ছি অশান্ত।।
তোমার আসার গল্পঃ শুনেই
জুড়িয়ে গেল হৃদয়,
মেঘের কোণে লেখা হলো
তোমার আমার জয়।।
হালকা আভাস সূয্যি মামার,
ফন্দি বুঝি শেষ,
তবে এবার তোমার দেখা পাবো,
ভালবাসবো বেশ ❤️।।
আবার একদিন বৃষ্টি নামুক,
হোক দুজনের এক ঠাঁই,
আর প্রতিটা ছোঁয়ায় লেখা থাকুক,
“শুধু তোমাকেই চাই!"...🥀