বন্দী 😌🥀

কার মনেতে কখন কি যে
চলছে ভারী শীগ্রই
শেষের বেলায় অবহেলায় 
হচ্ছে প্রেমের বিক্রি।

রাত প্রহরে তোমায় খুঁজে
হচ্ছি বড়ই ক্লান্ত।
দিন বেয়াদব মনটা করে
শুধুই ভারাক্রান্ত।

শূন্য মনে খোঁজার মানে
বলছি তোমায় শোনো
হারিয়ে গেলে সবার মাঝে
ফিরবোনা কক্ষনো 😌

গভীর রাতে হটাৎ করে 
ঘুমটা যদি ভাঙ্গে
দিওনা তারে উত্তর কিছু
দিওনা বোঝার মানে।

রাত্রি নামে আঁধার নামে
নিদ্রা নাহি আসে,
মাগো দেখ রাজা তোমার  
বন্দী কাদের দেশে ।

- Gourab Mal (Gourabsdiary)

GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post