প্রেম কি ? - ভগবান শ্রী কৃষ্ণ 🥀


প্রেম কি?

ভগবান কৃষ্ণ হেসে বললেন- অনর্থ কি?যেই অনর্থ হয়েই যায় তার অর্থ কি? ঠিক সেইরকমই প্রেমও সংঙ্গাহীন। প্রেম হয়ে যায়, প্রেম অর্থহীন। সেটা কী আসলেই প্রেম, যার কোনো সংঙ্গা, অর্থ আছে? সেটা কি আসলেই প্রেম; যেখানে স্বার্থ থাকে?

প্রেমের ভাব এমন হওয়া উচিত যেখানে কোন কিছু পাওয়ার আশা থাকে না। শুধু দিয়ে যেতে হয়। নিজের সময়,সুখ-দুঃখ,ভাবনা যদি পাওয়ার আশা করা হয় সেটা- প্রেম কোথায়?, প্রেমী কে শত ব্যস্ততার মাঝেও সময় দেওয়া হলো প্রেম, সে না কিছু চাইতেও তাকে সবকিছু দান করা হলো প্রেম। যদিও যারা প্রেমে থাকে তাদের পাওয়ার আশা থাকে না। তাদের কাছে এই আড়াই বর্ণের শব্দ "প্রেম", সংসারে সবথেকে সুখময় বস্তুটি আছে। প্রেমকে আকড়ে থাকো, সবাইকে প্রেম দান করো। আর বলো রাধে রাধে।

"জয় শ্রীকৃষ্ণ","জয় রাধে"
- gourabsdiary
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post