ভালোবাসার বয়স 🙂🥀


আসলে কাউকে ভালোবাসার কোনো বয়স হয়না জানিস, আমরা কাউকে যেকোনো বয়সে ভালোবাসতে পারি। আর সেই ভালোবাসা আমাদের সঠিক সময়ে শ্রদ্ধার সাথে পূর্ণতা দিতে পারি। আমরা মানুষ অনেক কিছু ভাবনা রাখি, ছোটবেলায় মা বলতো এখন নিস না এটা যখন বড় হবি নিজে সব কিছু পাবি, কিন্তু যখন বড় হয় তখন সেগুলো কি সত্যি পাই?
আসলে সব জিনিসই একটা সময় পর্যন্ত থাকে, যদি তুমি তোমার পছন্দের জিনিস টা সময় মত না নাও তাহলে সেটা পরে কখনো পাবে না।
আমাদের আসলে সময়ের সাথে চলতে হবে, সময় যদি তোমায় এমন কাউকে দেই যাকে তুমি চোখ বন্ধ করে ভালোবাসতে পারো তাহলে তাকে গ্রহণ করো। আর তোমার পূর্ন বয়সে তার সাথে সংসার করো,, তাহলে উপসংহার হবে না কোনো জিনিসই।

- gourabsdiary
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post