সীমাহীন ভালবাসবো ❤️🥀

মন খারাপের মধ্যেও 
যে করে মিথ্যা হাসি 🙃
আমি তাকেই বার বার
 ভালোবাসি।। 💖

তার কথায় দিন কাটে, 
স্বপ্নে মুখ ভাসে উড়ে
আবেগের পর্দায় দেখি,আর 
ডাকি তারে চুপি সাড়ে।। 🙇

তবে কথা হয়না আর 
চলছে লড়াই মনের সাথে,
শুধু আছে এক রাশ বিশ্বাস আর ভালোবাসা।
জানি বাধা আসবে পথে পথে.! 😔

যত বাধায় আসুক না কেন
থাকবো তার পাশে 👩‍❤️‍👨
যেমন করে নদী মোহনায়
সমুদ্রে এসে মেশে।। 🪷

এভাবেই একদিন আসবো কাছে
ডাকবো তারে ভালোবেসে 🥀
মনের খোঁজে সমুদ্র তীরে
নাবিক হয়ে আসবো...! 🚣‍♂️
- ঐ মিথ্যা হাসি হরণ করে
   সীমাহীন ভালবাসবো..!! 🫂❤️

- gourabsdiary 🚩
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post