Bangla Status ২০২3 (Album অনুভূতি Part -৭)

১) যে মানুষটা দূরে থেকেও যত্নে রাখে, তার কাছে আর কিচ্ছু চাওয়ার থাকে না। ❤️💙

২) ইচ্ছে আমার রাখবো তোমায়, এই হৃদয় জুড়ে 💖
     থাকো যদি দূরের মাঝেও, মনটাকে ফুঁড়ে।

৩) - একটা সম্পর্কে অনেক কিছু মানিয়ে নিতে হয়।
        - ঠিক বলেছো মা ❤️
    - মানিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার ; বৌমার নয় , কারন সে সব কিছু ছেড়ে আসছে, তুমি নও।


৪) সফলতার পর পাশে থাকার মানুষের অভাব হয় না। আমি না হয় থেকে গিয়ে তোমার সফলতার কারণ হব! যখন তুমিও বুক ফুলিয়ে বলবে সবাই ছেড়ে যায় না.! কেউ কেউ সফলতা পাওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকে ৷

৫) অভিমান পর্ব শেষ করে দুটো মানুষ যখন কাছে আসে তখন তার চেয়ে বেশি সুখকর আর কিছু হয় না।।
💙❤️

৬) ভালোবাসা পাওয়া মানে , ভগবানকে পেয়ে যাওয়া 💙🥀

৭) অল্পতেই রাগী ও অল্পতেই কষ্ট পাওয়া মানুষগুলো আসলে অনেক বেশি ভালোবাসে, এবং তাদের হৃদয় অনেক বেশি পবিত্র হয়।

৮) তুমি যাকে ভালোবাসো সেও যদি তোমায় ভালোবাসে তাহলে তুমি খুব ভাগ্যবান ❤️💗

৯) জীবনটা বড্ড এলোমেলো হয়ে গেছে কোথায় যাচ্ছি, কী করছি, কোনটা -ভুল, কোনটা সঠিক তাও জানি না!

ভেঙ্গে যাচ্ছি বার বার, তবু উঠে দাঁড়াচ্ছি., কারণ উঠে দাঁড়ানোর শক্তি তো তুমি..!!


GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post