খামখেয়ালী 💔


জানি সব হারিয়ে যাবে 
এই সম্পর্কের মেলায় ।
হারিয়ে যাবো আমিও একদিন
অসীম ভিড়ের ঠেলায়।।

পাবে শুধু সেই ' তোমাকে
যার মূল্য দামী ।
আমি বরাবরই ব্যার্থ মিডল ক্লাস
প্রেমের অনুগামী।।

যার কারণে করলাম আমি, 
মনটারে নিলাম !
সেই আজ পাষাণ বন্ধু
দেখে শুধুই দাম ।।

অজুহাত গুলো বড্ড চেনা ; 
সেই পুরনো হেয়ালি
ভালোবাসা আজ বড্ড সস্তা 
শুধুই খামখেয়ালী !
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

1 Comments

Previous Post Next Post