জানি সব হারিয়ে যাবে
এই সম্পর্কের মেলায় ।
হারিয়ে যাবো আমিও একদিন
অসীম ভিড়ের ঠেলায়।।
পাবে শুধু সেই ' তোমাকে
যার মূল্য দামী ।
আমি বরাবরই ব্যার্থ মিডল ক্লাস
প্রেমের অনুগামী।।
যার কারণে করলাম আমি,
মনটারে নিলাম !
সেই আজ পাষাণ বন্ধু
দেখে শুধুই দাম ।।
অজুহাত গুলো বড্ড চেনা ;
সেই পুরনো হেয়ালি
ভালোবাসা আজ বড্ড সস্তা
শুধুই খামখেয়ালী !
Sera vai
ReplyDelete