বন্ধু মানে খোলা দরজায়
ঘুম ভাঙানো নক
বন্ধু মানে বোরিং কথায়
শুধুই বকবক ।
বন্ধু মানে সুখের সময়
টন টিটকিরি
বন্ধু মানে অসময়
কাটিয়ে দেবার সিঁড়ি
বন্ধু মানে ডাকবাক্স
হাজার রকম চিটি
বন্ধু মানে রহস্য উন্মোচনের
দারুন পরিস্থিতি
বন্ধু মানে বিদায়বেলায়
কাঁধে রাখে মাথা
বন্ধু মানে হাসির মাঝে
লুকানো মনের ব্যাথা
বন্ধু মানে অদৃশ্যে থাকা
সাহায্যের হাত
বন্ধু মানে ধন্যবাদ বললেই
পিঠে পড়ে সপাট
বন্ধু মানে সেই পুরানো
না বলা গাথা।
বন্ধু মানে "ভালো আছি ভাই"
সাজানো মিথ্যে কথা
Happy Friendship day 2021
Tags:
bengali poem