বাবা মা-ই ভরসা 💔

 

যারে তুমি বেসেছিলে ভালো, দিয়েছিলে মন !

সে কি আজও আছে?  

নাকি সমুদ্রের ঢেউয়ের মতো চলে গেছে?


জানো, পাশের বাড়ির বড় মেয়েটা 

ওই তো সেদিন বাবা মায়ের সাথে ঝগড়া করে ,

পালিয়ে করলো বিয়ে !

তারপর কিছুদিন সব ঠিকঠাক , কিন্ত শেষে বুঝলো গিয়ে


ছেলে নাকি মস্ত অফিসার, আছে মডার্ন গার্লফ্রেন্ড।

ফেসবুকেতে এখন নাকি সেই শুধু আনফ্রেন্ড ।।


চোখগুলো তার জলে ভরা, আর নেইকো মনে বাঁচার আশা ।

শেষ সময়ে এখন নাকি তার, বাবা - মা-ই ভরসা ।।

GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post