সাথে থাকলে কি ভয় 💖 (পার্ট - ২) 🔽
- দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে গেল, সামনে তুলির জন্মদিন। উজ্জ্বল ভাবছে কি উপহার দেওয়া যায়
- আইডিয়া💡, আগে তুলিকে রাত 12 টাই উইশ করবো তারপর ওর জন্য একটা কবিতা লিখবো।
দুর্ভাগ্য বশত সেদিন রাতে তুলি এলই না, তো কি হয়েছে জন্মদিন তো শেষ হয়ে যায়নি কাল তো আছেই; ব্যাস সকাল হতে না হতেই উজ্জ্বল একটা কবিতা লিখে ফেললো কিন্তু শোনাবে কাকে তুলি যে এখনও আসেনি 😒 তাই যে আর অপেক্ষা না করে লেখা টা পোস্ট করে দিল আর সেটা তুলি কে পাঠিয়েও দিল -
" রাতের ওই মন আকাশে
মাতাল হয়ে মেঘ যে ভাসে
চারিদিকে কিসের যেন অপ্রস্তুত ধোঁয়া!
বুঝি, ওরা পেয়েছে তোর জন্মদিনের ছোঁয়া 💓।
দেখতে দেখতে সময় পেরিয়ে যায় কিন্তু তুলি আর আসেনা, হটাত রাত্রি সাড়ে দশটা নাগাদ reply আসে thank you ☺️
- কি রে সারাদিন পাত্তাই নেই যে
- না জানিস আজ সারাদিন খুব মজা করেছি খুব আনন্দ করেছি
- ওহ (মুখ টা নামিয়ে)
- তোর আবার কি হলো? কিছু বলবি ?
- না মানে , কিছুনা
- কি না মানে না মানে করছিস কয়েক দিন থেকে যা বলবি বল না! তোর পোস্ট দেখে আর কথা দেখে মনে হয় কাউকে পছন্দ করিস, এই দেখা না দেখা মেয়েটার ছবি টা দেখা 😁
- চুপ কর ( রেগে গিয়ে ) এসব ভালো লাগছে না অনেক সমস্যা;
- কি সমস্যা বল না! তাকে জানিয়েছিস? নাকি জানাতে পারছিস না? আমায় ওর contact দে আমি জানিয়ে দিচ্ছি, এই তোদের বিয়েতে আমি কিন্তু যাবো,
- তুই কি চুপ করবি এবার একটু..!
- এমা কাঁদছিস কেন? আমি তো মজা করলাম;
- না তুই কেন বলবি অন্য মেয়ের কথা আমি কাউকে বিয়ে করবো না।
- কি হয়েছে এই উজ্জ্বল?
- কিছুনা
- তুই কি ?
- আমি কি ?
- তুই কি আমাকে ?
- ...
- কি রে ?
- hmm
- তুই কি আমাকে ভালোবেসে ফেলেছিস?
- না মানে , hmm
- কারবার সেরেছে, তুই আর মেয়ে পেলিনা, শেষমেশ আমাকে🫡
- আমি কি করবো বল, এসব কি প্ল্যান করে হয় নাকি?
- আমি কিছুতেই মেনে নিতে পারছিনা এত কিছু এখনই
- আচ্ছা
- এটা সম্ভব নয় রে উজ্জ্বল, অনেক প্রবলেম আসবে তোর আমার একটা age difference আছে, অনেক দূর এগুলো যে মেনে নেবে না পরিবার।
- মানিয়ে নেব ( উজ্জ্বল )
- আমি কিছু জানিনা তুই যা পারিস কর আমি আসি
- এই প্লিজ কথা বলা বন্ধ করিস না প্লিজ আমি যে কেমন হয়ে যাচ্ছি
- hmm ঠিক আছে তোর কাছ থেকে এটা আমি ভাবতে পারিনি ,
যাই হোক আমি এখন কিছু বলতে পারছিনা তোকে ভেবে বলবো
- আচ্ছা ঠিক আছে!
Will continue...
(Wait for part - 3)
- gourabsdiary 🥀
Part 1 Link : https://gourabsdiary.blogspot.com/2023/05/blog-post_24.html?m=1