জানিস অনেক ইচ্ছে ছিলো..!!
সারাদিনের ক্লান্তি গুলো তোর সাথে কথা বলে ভ্যানিশ করে দেওয়ার।
কিন্তু কি করবো বল ইচ্ছে যে ইচ্ছেই রয়ে যায়,তবু ক্লান্তি দূর হয় না ।
জমতে থাকে মনের ঘরে , দিনের শেষে রাত মাঝারে।
তুই কি ভাবছিস আমি জানি না কিছুই? ভাবছি না তোর পরিস্থিতি?
- জানি রে , বুঝি রে, সব বুঝি, কিন্তু...
আমি বুঝলেই যে নয়,
অগোছালো এই মন টা যে কারো কথা না সয়।
হাজার রকম বায়না ধরে, তৈরি করে নতুন স্থিতি,
সে যে বোঝেনা তোর আমার পরিস্থিতি ।।😇🖤
তবে মনকেও দোষ দেওয়া টা নিছক পাগলামি , আসলে দোষ তো কারো নেই !
ঠিক কিকরে বোঝাই তোকে;
রাতের অন্ধকারে আমি ঘুরে যায় কলকাতার ফুটপাথে ফুটপাথে
কখনো এই দিক কখনো ওই দিক তবু মেলেনা ঠাঁই।
তবু চিন্তা থেকেই যায় সকালে অফিস কিভাবে যায়...
আসলে সারা দিনের কথা গুলো জমে জমে পাহাড় হয়ে যায় ...
Original Link 🔗 https://gourabsdiary.blogspot.com/2023/05/blog-post_2.html?m=1