তুমি আমি পাশাপাশি
এমন একটা বিকাল হোক!
তোমার মনে আমার জন্য
হাজার রকম আদর হোক।।
ক্লান্তি ভরা শরীর জুড়ে
মন খারাপের উদয়
তোমার স্পর্শে বৃষ্টি আসুক
শান্ত হোক হৃদয়।
পাষাণ সম শীতল লাভা
বদলে দেয় পাহাড়ের আভা।
তোমার চোখে চেয়ে চেয়ে দেখছি হৃদয়
ভালোবেসে , ভালোবাসায় ' ... করছি জয় ।।
অগোছালো আমি অগোছালো তুমি,
তাই হয়ত সবাই স্তব্ধ।
অগোছালো নীল কুর্তা টা আজও
তোমার মায়ায় আবদ্ধ ।।
ভালোবাসি, ভালোবেসেই যাবো;
তোমায় আমি আমার কাছে রেখেই দেবো
হাজার রকম ঝগড়াঝাঁটি, পড়ে থাক হয়ে মাটি।
তুমি না হয় বকা দিয়ে বুঝিয়ে দিও!
ছেড়ে যাবার হাজার কারণ থাকলেও ...
একটা কারণ দেখে থেকে যেও 😌🍀
- Gourab Mal
- gourabsdiary 🍀