নারী তুমি পারোও বটে
সামান্য আরশোলা দেখে ভয় পাও আবার কঠিন সে কঠিন পরিস্থিতি ও হেসে পার করে দাও।
তুমি সন্ধ্যার পর বাইরে যেতে ভয় পাও আবার পরিবারের কারো কিছু হলে মাঝ রাতে ডাক্তারের কাছে ছুটে যাও।
তোমার অসুখ হলে নিজে ওষুধ খেতে ভুলে যাও অথচ প্রিয় মানুষ গুলোকে ওষুধ খাবার জন্য তিনবেলা মনে করিয়ে দাও।
নারী তুমি পারোও বটে, সামান্য ইনজেকশন এ ভয় পাও অথচ প্রসব যন্ত্রণা সহ্য করো 🙏
নারী তুমি শূন্যস্থান নও তুমি হলে শূন্যতার মত! কারণ শূন্যস্থান পূরণ করা সম্ভব কিন্তু শূন্যতা নয়। 🍀
তোমার অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারেনি আর পারবেও না।
তুমি কারো জননী, কারো জীবনসাথী, কারো কন্যা।
তোমায় কারণেই সমগ্র সৃষ্টি, আবার
তোমার কারণেই জগতে খুশির বন্যা।
- গৌরব মাল
- gourabsdiary
Tags:
short story