তোমার ওই 🙂🥀

তোমার ওই বিরাট স্বরূপ 
ভাসাই সবার মনের বান ।
আর তার কালো ছায়ায় 
আমি খুঁজি আমার বাসস্থান ।।

তোমার ওই হাসির ঝলক
দেখে সবাই হচ্ছে পাগল ।
অন্তরে ভুগছি আমি, কারণ ভেতরে দগ্ধ তুমি
অদৃশ্যের অশ্রু হৃদয়ে ঝরে অবিরল ।।

তোমার লোভে ঘিরছে তোমায়,
জীবন করছে আসান ।
তুমি থেমো না, বয়ে যাও;  কারণ 
এ নয় যে তোমার বাসস্থান ।।

তোমার ওই ছোঁয়ার আভাসে 
মিটে যায় সব সাধ ।
তোমার ওই আবেগ ভরা কথাই 
তৃপ্ত আমার সকল আহ্লাদ ।।

- Gourab Mal
- gourabsdiary 🥀
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post