কেন তুই অশ্রু ঝরাস, কেন কাঁদাস মন
কেন বুঝিসনা, তুই ছাড়া যে নেই কোনো আপনজন।
তোর প্রেমেতে মুগ্ধ জীবন , মুগ্ধ সকল রব
তোর ক্রোধে জন্ম নেয় , সহস্র কাল ভৈরব।
দিবানিশি মন আবেশি , ডাকছে তোরে শোন
তোর খুশিতে লক্ষ্মী মাতা করে বর্ষা ধন।
তোর হাতেই, সরস্বতী সুর দেই তানে
তোর অনুভবেই চিত্র ফোটে, সবার মন প্রাণে।
তোর হাসিতেই গতিমান হয়, সূর্যের সাত অশ্ব
তোর দুঃখের পরিণাম স্বরূপ , জীব আজ জীবাশ্ম।
- Gourab Mal
- gourabsdiary