যদি প্রেমে পড়তে হয় তো ব্যক্তিত্বের প্রেমে পড়ো ❤️ 🔻
অনেকে বলে তোমার চোখ গুলো খুব সুন্দর ওগুলো দেখে প্রেমে পড়েছি, তাহলে যদি কোনো কারণে সেগুলো না থাকে তাহলে প্রেম কোথায় যাবে?
আবার অনেকে বলে তোমার চুল দেখে প্রেমে পড়েছি , তাহলে যদি চুল ঝরে যায় কোনোদিন তাহলে প্রেমের কি হবে?
অনেকে বলে তোমার আঁকা ছবি গুলো খুব সুন্দর আমি তোমার প্রেমে পড়ে গেছি, তাহলে যদি কখনো আঁকতে না পারি তাহলে প্রেমের কি হবে?
তাই প্রেমে পড়লে ব্যক্তিত্বের প্রেমে পরো
এবার কিছু জন বলবে ব্যক্তিত্ব আবার কি সেটার আবার প্রেম হয় নাকি?
তো সেটা নিয়ে কিছু বলি:
ব্যক্তিত্বের সাথে শরীরের সম্পর্ক থাকলেও শারীরিক সৌন্দর্যের সাথে কোনো সম্পর্ক নেই।
ব্যক্তিত্ব মানে তুমি থাকলেই হবে তোমার সৌন্দর্য্য থাকুক বা না থাকুক।
ব্যক্তিত্ব মানে তুমি হাতটা শুধু ধরো আমি হবো নাকো কারো ❤️
ব্যক্তিত্ব মানে আমি তোমার ও বিরহে রহিব বিলীন ও তোমাতে করিব বাস।
ব্যক্তিত্ব মানে হাতে হাত ধরে হাঁটা, একে অপরের সাথে থাকা কোনো সৌন্দর্য্যের মোহ ছাড়াই 🙂🖤
ব্যক্তিত্ব মানে তুমি শুধু পাশে থেকো বাকি সব আমি দেখে নেবো।
ব্যক্তিত্ব মানে তুমি এক পা বাড়াও আমি দশ পা বাড়িয়ে তোমার কাছে আসব 🙂
ব্যক্তিত্ব মানে তুমি বাসো বা না বাসো আমি ভালোবাসবো 🤗❤️
লেখা - Gourab Mal (গৌরব মাল)
Tags:
short story