১) সত্যের পথে বাধা তো আসবেই প্রিয়
মিথ্যার পথে বাধা কম আসে তবে মিথ্যা দিয়ে গড়া সম্পর্ক ক্ষনস্থায়ী। আর সত্যের পথে বাধা আসলেও সত্য দিয়ে গড়া সম্পর্ক সারাজীবন তোমার সাথে থাকবে। ☺️💗
তোমার সাথে একদিন কথা না হলে মনে হয় একযুগ অতিক্রম হয়ে গেছে 🙂💔
৩) বুঝলে প্রিয়
সমাজের কথা ভেবে নিজের পছন্দকে বিসর্জন দিও না। 🙂🖤
৪) সময় থাকতে কথা বলে নিও প্রিয় নাহলে এমন একটা সময় আসবে যখন কথা বলতে চাইলেও তাকে আর পাবেনা ।🙂💔
কিন্তু খারাপ দিক টা জেনেও যে পাশে থাকবে তাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসো ❤️💙
সে জীবনে জিতে যায়। 💙❤️
৮) "সব জিনিস সবার পছন্দের হয়না সবসময়" ঠিক যেমন বৃষ্টি হলে ময়ূর নাচে আর বাকি পাখিরা কাঁদে তেমনি তোমার জন্য যা কিছু খারাপ সেটা অন্য কারো জন্য ভালো হতেও পারে।
৯) ভালোবাসার কাছে নত হলে সন্মান হানী হয়না সত্যি ভালোবাসলে তার কাছে নত হওয়াই যায়
১০) প্রিয় তোমায় আগে করার জন্য যদি আমায় পিছিয়ে আসতে হয় তো আমি আসবো আর তোমার বিপদে তোমার আগে গিয়ে দাঁড়াবো
১১) দুজনেই বড্ড অভিমানী 🖤
একজন অপেক্ষায় থাকে অন্যজনের মেসেজের।
আর অন্য জন থাকে তার মেসেজের 🙂🖤
Tags:
Bangla Status