থেকে যেও নতুন বছরে 🖤

রাত নিঝুম, ঘুমের শেষ
আলোর শুরুতেই অন্ধকারের আবেশ। 
তবু খুঁজে যায় জোনাকির আলোয়,
একের পর এক প্রেমের বলয় ।❣️

দুঃখ নামে তোমার সৌরমণ্ডলে 
নিভে যায় ধ্রুবতারা 🖤
স্মৃতিতে ভরপুর পুরোনো বছরটা
হচ্ছে কেমন দিশেহারা।

পুরোনো সব ক্লান্তি আজই 
চলে যাক দুর হয়ে 😇
তুমি শুধু থেকে যেও
আমার মনের মানুষ হয়ে। 💗

- gourab 🖤
- gourabsdiary 

GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post