ভাঙা হাতের শব্দ 🙂❇️

যেদিন থেকে দেখেছি তোমায়
আর কিছু দেখিনি
তোমায় ছাড়া আমি আর
কারেও ভালোবাসিনি।

অজস্র যন্ত্রণার মাঝে 
খুঁজে বেড়াই তোমাকে
তোমার জন্য মৃত্যু বুঝি
ভয় পাই আমাকে। ☺️

তোমার খুশিতেই আমি খুশি
তোমার সুখেই শান্তি ।
তোমার স্পর্শেই দূর হয়
আমার সহস্র ক্লান্তি ।।

কষ্ট যতোই হোক না কেন
বুঝতে দেবার নয়
ভাঙা হাতের কলম দিয়েও
শব্দ গড়া হয়। 😌
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post