হ্যাঁ চলে যাবো,
দূরে বহুদূরে, কালান্তরে, না ফেরার দেশে ।
তাহলে কেউ আর বিরক্ত করবে না,
এসে ভালোবেসে।
স্বপ্নেরা খেলবেনা, অহেতুক ডাকবেনা,
দেখাবেনা রাতের কালো।
ভোরের ঘাস আর শিশিরে ভিজবেনা,
আর চমকাবেনা জোনাকির আলো।
বৃষ্টি মধুর, সেই সুমধুর,
মুষলধারায় বাস।
স্বপ্ন ভাঙে আপন দোষে,
নেই মুক্তির অবকাশ।
চেনা শহর ঘুরে ঘুরে হল বড়ই ক্লান্তি।
তাই এবার পথ হারিয়ে পথিক হলাম,
করতে মনের শান্তি।
- gourabsdiary
Tags:
bengali poem