Bangla Status ২০২২ (Album অনুভূতি Part -৫)


১) শ্রী কৃষ্ণ কালো।
     ধ্যান করার পূর্ব মুহূর্ত, সবকিছু অন্ধকার।
   আর সফলতার পর যে আলো সেটা হলো রাধা রাণী 💖

২) এ জীবন বল তো
     কি পেলি আর কি হারালি? 
     💖🙂

৩) যখন একটা ছেলে ভালোবাসে তখন সে বাচ্চার মতো আচরণ করে।
আর অন্যদিকে যখন একটা মেয়ে ভালোবাসে তখন সে মায়ের মত আচরণ করে।

৪) ইচ্ছা সবসময় হটাৎ করে পূরণ হয়ে যায় না।
              সময় লাগে । 💖


৫) সম্পর্কের হাত দুটো দুজনকে খুব শক্ত করে ধরে রাখতে হয়।
যেন কোনো তৃতীয় ব্যাক্তি এসে সেটা না ছাড়াতে পারে।


৬) পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো, 
    যখন তোমার প্রিয় মানুষটা তোমার কাছেই থাকে।

৭) বুঝলে প্রিয়, ❇️
       তুমি বরং নিজেকে গড়তে শেখো;
  কেউ না সাথ দিলেও আমি আছি সারাজীবন ❤️❇️💙

৮) বুঝলে প্রিয়,
      আমায় ফাঁকি দিতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে পারবে না ।😌☺️

৯) একজন প্রেমিকা ততটাই সুন্দর !
  একজন প্রেমিক এর দৃষ্টিভঙ্গি যতটা সুন্দর। ☺️❤️

১০) টাকার উপর নয়
   নিজের দৃষ্টি সবসময় নিজেকে ভালোভাবে তৈরি করতে দাও।

১১) শত চেষ্টা করেও তুমি কখনো প্রিয় মানুষটার কাছে অনুভূতি লুকোতে পারবেনা। 😊❤️

১২) এখনও পারফেক্ট হতে পারিনি, এখনো ভুল করি, এখনও শিখি রোজ নতুন করে। 🙂❤️
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post