হ্যাঁ আমি গুরুত্ব দিই না,
আর গুরুত্ব দিই না বলেই দূর থেকেও অনুভব করি।
ভালো, মন্দ, পছন্দ,অপছন্দ সব জিনিসগুলো নিয়ে করি বাড়াবাড়ি।
শুনেছিলাম না বোঝা জিনিসগুলো বুঝতে চাওয়া নাকি বুদ্ধিমত্তার পরিচয়।
আজ বুঝলাম যে এটাও গুরুত্ব না দেওয়ার পরাজয় ।
তোর চোখের আড়ালে বৃষ্টি ভাসালে জানতে পারেনা কেউ
তবে আমার মনের কিনাড়াই আছড়ে পড়ে গুরুত্বহীন ঢেউ ।।
অভিশাপের সুনামি চিরে যেই খুঁজে পেলাম তাকে
বললো সে " বুঝেছি, মোটেও গুরুত্ব দিস না আমাকে" ।
প্রকোপের পর উঠেছে সূর্য , করতে আকাশ রঙিন
তবে দেখার জন্য আমি যে আর নেই ; তাই গুরুত্বহীন।।
- gourabsdiary ☘️
Tags:
bengali poem