কথা যখন আঁকড়ে ধরে
হারিয়ে যায় মনের সুখ
চেষ্টা চলে তাকে ফেরানোর
বাধা হয় তার ব্লক করার অসুখ।
পুব আকাশে ধ্রুবতারা
দিশা দেখায় দিশেহারার
রাত আঁধারে স্বপ্ন মাঝি
কাটাই সব দ্বিধা আজই
কঠিন স্বরে বললো আমায়
আকাশের ঐ সপ্তর্ষি
সময় কখনো জ্বলন্ত অনাল
কখনো ধারালো অসি।
শেষ প্রহরে চাঁদা মামা
বললো আমায় শেষে
কার বিরহে কাঁদিস তুই
কারে ভালোবেসে।
অবশেষে মৃদুহেসে
বললো মনের কথা
সত্যি বলছি আমিও যে
তোরই মত একা।
🙂☘️
- gourabsdiary 💝
Tags:
bengali poem