শুধু অনুভব করলে হয়না প্রিয়:-
কখনো কখনো মুখে বলা কথাগুলো অনুভূতির ওপর এমন এক আবরণ গড়ে তোলে ঠিক যেমন জলের ওপর তেলের প্রভাব। তখন তুমি চাইলেও কিছু অনুভব করতে পারবে না, যখনই অনুভূতি দিয়ে ঠিক ভুলের বিচার করতে যাবে, ঠিক তখনই তার মুখ থেকে নির্গত শব্দের বান তোমার অনুভূতিগুলোকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে যাবে।
হয়তো তুমি ভুল হয়তো সে তোমায় পরীক্ষা নিচ্ছে। বা হয়তো সে ঠিক বলছে;
তবু শুধু অনুভব করো না কারণ তুমি অনুভব করলে তুমি ডিপ্রেশনের শিকার হবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে তোমার জীবনটা।
Tags:
sad status