আমার আর ভুলে যাওয়া হয়নি.,
রাতের অন্ধকারে উষ্ণতা যখন থার্মোমিটার ভেদ করে এগিয়ে যাচ্ছে তখন আমার ভুলে যাওয়া হয়নি। 🤒
ঝাপসা চোখে কল্পনায় প্রিয় মানুষটাকে দেখে সব যন্ত্রণা গুলো বলে দেওয়ার অজুহাতে আমার আর ভুলে যাওয়া হয়নি। 😔
আমার মৃত্যুর করালগ্রাসে তার সঞ্জীবনীর মত বাধা সৃষ্টি করায় আমার আর ভুলে যাওয়া হয়নি।🙃
রাত যখন আরও গভীর হতে যাচ্ছে
তার আলোর বলয় যেনো আমাকে আবৃষ্ট করে রেখেছে।☀️
এই অন্ধকারের কাল আর প্রকাশের আলোর লড়াইয়ে যেনো জীবন এক নতুন দিশায় এগোচ্ছে., 👣
তবু সে লড়াই করছে।
ক্লান্তি তার সমস্ত শরীর জুড়ে
তবু সে লড়ে চলেছে
আমায় বাঁচিয়ে রাখার তাগিদে। ❣️
তাই মৃত্যু কে ভুলে যাওয়া হলেও তাকে আর ভুলে যাওয়া হয়নি। 💚💙
- gourabsdiary ✅
Tags:
bengali poem