মা রে তোর ❤️। Mother's Day Post

মা রে তোর মমতা বলে
পূর্ণ সকল প্রাণ,🍃
মা রে তোর আঁচল ছায়ায় 
সহস্র পায় ত্রাণ।🌸

মা রে তোর অপার রূপে
স্তব্ধ সকল আয়না,
মা রে তোর মন খারাপে
চুপ যে থাকা যায়না।

মা রে তোর তেজের আলো
ছড়িয়ে জগৎ বুকে,
মা রে তোর ঐশ্বর্য্যের কাছে
ইন্দ্র, কুবের ঝুঁকে।🙇

মা রে তোর কৃপাবলে 
পাড় হয়ে যায় জীবন তরী
মা রে তোর ছায়া যুগলে 
নত হয়ে প্রণাম করি।🙇

শুভ মা দিবস
Happy Mother's Day

লেখা - গৌরব মাল
ছবি এঁকেছে - তৃয়াসা কুন্তি
- gourabsdiary ✅

GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post