একা রাস্তায়, দিশাহীন ভাবে
খুঁজে চলেছি, নিজের স্বভাবে
না জানা প্রশ্নগুলো,
উত্তর ; সে তো আমি জানি
সে তো চেষ্টা,! শুধুই চেষ্টা
তবু কেন হবেনা বলে
অদ্ভুত তো দেশটা।
তবে আমি ছেড়ে দেবার পাত্রী নয়
স্বপ্ন ছেড়েও আমি স্বপ্নকে করেছি জয়
আমার অনুভূতি নিরবে কথা বলে,
প্রকাশ্যে নয়।
সময়ের প্রেমিকা আমি,
সময়ের করি ধ্যান।
মোটা গদিতে বসে ,
দিইনা আমি কোনো ভুল শিক্ষার জ্ঞ্যান।🙂
শিক্ষা তো উন্মুক্ত, বাঁচতে শেখায়
তাইতো সবাই শিক্ষার দান চাই
আর আমি এ দানে নিজেকে জড়াতে চাই,
শিক্ষিকা হয়ে থাকতে চাই ।❤️
আসলে আমি শিক্ষিকা হতে চাই 🌸
📢 gourabsdiary
লেখা - গৌরব 🍃
Post Request By - Tanushree Sarkar 🥀
Tags:
bengali poem