থাক না বাকি কিছু কথা
থাক না বাকি পরিচয়🙂
এ যান্ত্রিক শহরে,
হোক আবার মনুষ্যত্বের জয়।🤝
মন খারাপের খেলাঘরে
বাজে ঔদ্ধত্যের প্রলাপ,
লোক দেখানো মোটিভেশনে
শুধু পাগলের সংলাপ।
আপনকে আপনারে
রেখেছি হৃদমাঝারে
কাটুক সব মিথ্যা মায়া-
আসুক আবার ভয়
এ যান্ত্রিক শহরে
হোক আবার মনুষ্যত্বের জয়।
- gourab Mal
- gourabsdiary ✅
Tags:
bengali poem